আমার রক্তে, আজও সময়ের ভার-
বিক্ষিপ্ত অতীতের কল্পনা হয়ে, নেমে আসে অকারণ।
আজও, স্বপ্নের চোখ, দৃষ্টি হানে - আহত, রক্তাক্ত।
ছেলেবেলা? সে তো আমার রন্ধ্রে রন্ধ্রে,
একা জেগে আজও বিস্ফুরিত হয় অবিরাম।
ইচ্ছারা আজও, বিদ্ধস্ত, অসহায়-
হাতছানি দেয়, সুদূর কুয়াশার মাঝে।
পাড়ি দেবার সাহস, আস্তে আস্তে স্তিমিত হয়ে আসে।
আমার রক্তে, আজও সময়ের ভার-
কল্পনা হয়ে, নেমে আসে অকারণ।
তবু, প্রাণহীন জড় অভ্যাস প্রায়,
নব বর্ষ, আসে বারংবার।
আবারও এক বিচিত্র উদযাপন,
আশ্বাস হীন, উৎসব আনে আজ।
পথহীন , এই যাত্রা নিরুদ্দেশের,
ক্লান্ত পথিক, কোথা পাড়ি দেয় একা?
আমার রক্তে, আজও সময়ের ভার-
কল্পনা হয়ে, নেমে আসে নির্মম।
প্রতি বছরের এই একই আবদার।
সময়ের চর, ক্ষয়ে যায় নদী স্রোতে।
আমরা তবুও হাতে হাত ধরে কাছে,
বিগত রাতের, বিস্তৃতি ঘিরে বেঁচে।
---------------------------------------------------------------
আনোয়ার নাদিম ছিলেন একজন বিশিষ্ট উর্দু কবি এবং লেখক, যিনি উর্দু সাহিত্যে গদ্য এবং কবিতা উভয় ক্ষেত্রেই তাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সর্বদা স্মরণীয় হয়ে থাকবেন। তিনি ২২শে অক্টোবর ১৯৩৭ সালে লখনউ জেলার মালিহাবাদে একটি পশতুন/পাখতুন/পাঠান পরিবারে জন্মগ্রহণ করেন এবং দশ বছর বয়স থেকে লখনউ শহরে বসবাস করেন। তিনি লখনউয়ের আমিরুদ্দৌলা ইসলামিয়া ইন্টার কলেজ থেকে মাধ্যমিক শিক্ষা লাভ করেন এবং লখনউ বিশ্ববিদ্যালয় থেকে উর্দু এবং ইংরেজিতে বিএ ডিগ্রি অর্জন করেন। তিনি একজন পূর্ণকালীন কবি এবং লেখক হিসেবে উর্দু সাহিত্যের সেবায় নিজেকে সম্পূর্ণরূপে নিবেদিত করেছিলেন। এর মাধ্যমে তিনি সাহিত্য সেবার পারিবারিক উত্তরাধিকার অব্যাহত রাখেন। তাঁর প্রত্যক্ষ বংশধরদের বেশিরভাগই ছিলেন বিশিষ্ট উর্দু এবং ফার্সি কবি। জোশ মালিহাবাদি ছিলেন তাঁর দাদীর প্রথম চাচাতো ভাই।
আনোয়ার নাদিম একটি সিরিজ বই লিখেছেন, যেমন, সফরনামা (নির্বাচিত কবিতার সংকলন) (1974), জলতে তাভে কি মুশকুরাহাট (মুশায়রার প্রতিবেদনের সংগ্রহ যা তাকে উত্তর প্রদেশ ও বিহার রাজ্যের উর্দু একাডেমি থেকে পুরষ্কার জিতেছে) (1985), কির্চেন (1974) রাম স্ক্রিপ্ট (1974)। নাজমস) (1992), ময়দান (গজলের সংগ্রহ) (1994), 1995 সালে "পানি" শিরোনামে দেবনাগরী স্ক্রিপ্টে মুক্তি পায়, হামারে হর ইশারে মে মুহাব্বত কারফার্মা হ্যায় (প্রবন্ধের সংগ্রহ) (2012), কিরচেইন (একটি দেবনগরী চিত্রনাট্য) এবং 2012 উর্দু চিত্রনাট্য। মেরে কারিব আয়া (নির্বাচিত কবিতার সংকলন) (2014)। তিনি একাই উচ্চমানের সাহিত্য পত্রিকা "আদাবি চৌপাল" প্রকাশের মাধ্যমে উর্দু সাংবাদিকতায় পা রাখেন।
তিনি তার যৌবনে অভিনেতা হিসেবে থিয়েটারে সক্রিয় ছিলেন এবং কয়েক দশক পরে অভিনয়ে ফিরে আসেন যখন তিনি জে পি দত্তের মির্জা হাদি রুসওয়ার যুগান্তকারী উপন্যাস "উমরাও জান আদা" (১৮৯৯) অবলম্বনে নির্মিত সিনেমাটিক রূপান্তরে একটি ছোট চরিত্রে অভিনয় করেন। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত একই নামের ছবিতে তিনি রুসওয়ার চরিত্রে অভিনয় করেন। তিনি রাষ্ট্রীয় মালিকানাধীন দূরদর্শন টেলিভিশন চ্যানেলে প্রচারিত "খোয়াব রাউ" নামে একটি নাটক সিরিজেও অভিনয় করেন। ৯ আগস্ট, ২০১৭ তারিখে তিনি লখনউতে মারা যান, যেখানে তিনি তাঁর সারা জীবন কাটিয়েছিলেন। তিনি তাঁর স্ত্রী এবং এক ছেলে রেখে গেছেন, দুজনেই শিক্ষাবিদ, একজন পুত্রবধূ, যিনি একজন কর্পোরেট আইনজীবী, এবং এক নাতি এবং এক নাতি এখনও কিশোর বয়সে পৌঁছাননি।
-------------------------------------------------------------------------
ডঃ নভরাস আফ্রিদির মূল উর্দু কবিতার আবৃত্তি এবং দময়ন্তী ভট্টাচার্যের উর্দু কবিতার বাংলা অনুবাদের আবৃত্তির ভিডিও রেকর্ডিং (ভালো অডিও কোয়ালিটির জন্য অনুগ্রহ করে ইয়ারফোন ব্যবহার করুন।):
-------------------------------------------------------------------------
কবিতাটির মূল উর্দু সংস্করণটি এখানে শোনা যাবে: